ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা পাকিস্তান এখনো নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ভারতে যাবে কি না, সেটির সম্ভাব্য সব পরিপ্রেক্ষিত খতিয়ে দেখছে দেশটির সরকার। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে পাকিস্তানের খেলতে যাওয়া নির্ভর করছে সরকারের অনুমতির ওপরই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি অবশ্য আগেই বলেছেন, সরকারের অনুমতি ছাড়া বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে আইসিসিকে জানিয়ে দিয়েছেন তারা। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমেও উঠে এসেছে তা। তবে পাকিস্তান সরকার এটা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করল এই প্রথম। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি কথা বলেন ক্রিকেটের এই চলমান বিষয় নিয়েও। ক্রিকেটের ব্যাপারে, পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এটাই যে খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিৎ নয়। পাকিস্তানে খেলতে না আসার ভারতের যে নীতি তা হতাশাজনক। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের ক্ষেত্রে ক্রিকেটারদের নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি ও খতিয়ে দেখছি। আমাদের মতামত আমরা সময়মতোই জানিয়ে দেব পিসিবিকে। পাকিস্তানকে নিয়ে অনিশ্চয়তার কারণেই এখন বিশ্বকাপের সূচি ঘোষণা করা নিয়ে বিলম্ব হচ্ছে। টুর্নামেন্টের খসড়া সূচি সবগুলো দেশের বোর্ডের কাছে পাঠানো হয়েছে। তবে আইসিসিকে পিসিবি জানিয়ে দিয়েছে, সরকারের অনুমোদন ছাড়া তারা চূড়ান্ত কিছু জানাতে পারবে না। রাজনৈতিক বৈরিতার কারণে এই দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক থমকে আছে অনেক দিন ধরে। ১০ বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজে তারা মুখোমুখি হয় না। কেবল আইসিসি ও এসিসি আসরগুলোতেই তাদের লড়াই দেখা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত যেটাই হোক, পাকিস্তান সরকার ও পিসিবির হাতে সময় বেশি নেই। এমনিতে বিশ্বকাপের প্রায় ১ বছর আগে সূচি ঘোষণা করা হলেও এবার এখনও করা সম্ভব হয়নি। এটা নিয়ে আলোচনাসমালোচনা হচ্ছে প্রচুর। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে আগামী মঙ্গলবার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চায় আইসিসি।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের অ্যাশেজ দলে রেহান
পরবর্তী নিবন্ধঅলিম্পিক ডে রান উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার র‌্যালি