ই-কমার্স ও ডিজিটাল মার্কেট নিয়ে পোর্ট সিটি ভার্সিটিতে সেমিনার

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইকমার্স: ডিজিটাল মার্কেট এবং পণ্য শীর্ষক এক সেমিনার গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম। তিনি কীভাবে ইকমার্স ব্যবসার বিশ্বব্যাপী সম্প্রসারণ ও সার্বক্ষনিক গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক গতিশীলতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা উপস্থাপন করেন। এছাড়া উদ্যোক্তা বৃদ্ধিতে উৎসাহিতকরণ ও ক্ষুদ্র ব্যবসাকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। সিএসই বিভাগের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, মানবিক, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী এবং বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ব্যবসার ভবিষ্যৎ অন্বেষণ এবং ডিজিটাল মার্কেটপ্লেসে সফলতার জন্য শিক্ষার্থীদের কিছু মূল্যবান কৌশল শেখানোই ছিল সেমিনারের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসব
পরবর্তী নিবন্ধলাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি, ৭০ হাজার টাকা জরিমানা