মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব। মীরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের মধ্যে আমাদের পরিবারের সদস্যরাও থাকতে পারতো। যারা এ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন, তারাই জানেন এ শোক ভুলবার নয়। আর যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের যন্ত্রণায় পরিবারের অন্য সদস্যরাও ভালো নেই। এ অবস্থায় মানবিক সংগঠন ‘চট্টগ্রাম ফোরাম উত্তরা–ঢাকা’র সদস্যবৃন্দ অনুধাবন করেছে, যতোটা সম্ভব হাসপাতালে যন্ত্রণায় কাতর এ সন্তানদের পাশে দাঁড়ানো উচিত নিজের সামর্থ্য অনুযায়ী। এবারই প্রথম নয়, অতীতেও এ ধরনের মানবিক কাজে চট্টগ্রাম ফোরাম উত্তরা–ঢাকা সবসময় এগিয়ে এসেছিল। আগামীতেও মানবতার কল্যাণে নিবেদিত থাকবে চট্টগ্রাম ফোরাম উত্তরা–ঢাকা। গতকাল মীরসরাই ট্রাজেডি খ্যাত ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের ফোরামের কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক এ সব কথা বলেন।
গতকাল ১২ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ফোরামের পক্ষ থেকে দুর্ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ফোরামের নির্বাহী সদস্য মো. ওয়াছি উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ নাসের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির খসরু রানা উপস্থিত ছিলেন।