বাঁশখালীতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর খানাখানাবাদে অবৈধভাবে উত্তোলিত ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোকামীপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায়।

জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম মোকামী পাড়া রায়ছটা এলাকার আবদুল খালেকের পুত্র মিজান (৩৫) গংরা এ বালি উত্তোলন কাজে জড়িত। অভিযানে জব্দকৃত বালু স্থানীয় ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য রুহুল আমিনের জিম্মায় দেওয়া হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু নামের উপাধির প্রণেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন রেজাউল হক চৌধুরী মুশতাক
পরবর্তী নিবন্ধআহতদের পাশে চট্টগ্রাম ফোরাম উত্তরা-ঢাকা