আহত দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে বুধবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ নগর যুবলীগ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য আবু সাইদ জন, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, মাইনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আবুল বশর চৌধুরী, রাজু আহমেদ, শাহীন আহমেদ, জহির উদ্দীন বাবুরী, আরিফুল ইসলাম মাসুম, এড. সৈয়দ রবি, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. সাইফুল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, আজাদ হোসেন, সাজ্জাদ প্রমুখ।