খুলশী টাউন সেন্টারে আফনান ডায়মন্ড জুয়েলার্সের উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশী টাউন সেন্টারে যাত্রা শুরু করেছে আফনান ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স। গতকাল বুধবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একুশের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ভাষা আন্দোলনের সময় চট্টগ্রামের কবি মাহবুব উল আলম রচিত কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি আমাদের কোহিনুর ইলেকট্রিক প্রেস থেকে ছাপা হয়েছিল। এই কবিতাটি ছাপানোর কারণে আমরা পুলিশি ঝামেলায়ও পড়েছিলাম।
অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, মিডিয়া ব্যক্তিত্ব পারিহা আকতার, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা তাসনিয়া তানহা, মৌ খান, খুলশী কনকর্ড টাউন সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জালাল আহম্মেদ রুম্মন ও ফয়েজ আহমেদ প্রমুখ। আফনান ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী লায়ন ফখরুল আহমেদ ফয়সাল বলেন, ক্রেতা সন্তুষ্টিকে আমরা প্রাধান্য দিবো। আমাদের শতভাগ কোয়ালিটি প্রডাক্ট দেয়ার চেষ্টা করবো। আমাদের শো-রুমে ক্রেতাদের জন্য প্রথম এক মাস স্বর্ণের ওপর কোনো মজুরি নেয়া হবে না। এছাড়া ডায়মন্ডের ওপর ৩০ শতাংশ ছাড় দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদিনার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআহত যুবলীগ নেতা পার্থ সারথীর শয্যাপাশে যুবলীগ নেতৃবৃন্দ