আসুন ধৈর্য্য সহ্য করার মন-মানসিকতা গড়ে তুলি

মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

আপনি যখন কাউকে মোবাইল ফোনে কল দেবেন তখন অবশ্যই স্থান কাল পাত্র বিবেচনায় নেবেন। যে ব্যক্তিকে কল দিচ্ছেন তিনি যদি নামাজ আদায় করে থাকেন তাহলে অবশ্যই নামাজের সময়সূচীর ওপর গুরুত্ব দেবেন। যাতে তার নামাজের বা নামাজে মনোযোগের ব্যাঘাত না ঘটে। অনেকেই মসজিদে মোবাইল ফোন সেট নিয়ে নামাজ আদায় করতে যান। অসাবধানতাবশত অনেকেই মোবাইল ফোন সুইচড অফ বা মোবাইলকে সাইলেন্ট মুডে নিতে ভুলে যেতে পারেন। আপনি যখন একজন মানুষকে কল দেন এবং উনি রিংটোন বাজার পরে ফোন রিসিভ না করেন তাহলে বুঝতে হবে তিনি ব্যস্ত আছেন। অতএব তাকে উপর্যপুরি কল দেয়া থেকে বিরত থাকা উচিৎ।

যিনি কল করেন তার ধৈর্য্য ধারণের পাশাপাশি স্থান কাল পাত্র ইত্যাদি বিবেচনায় নেয়া উচিৎ যদিওবা ওপাশ থেকে কিছু দেখার কথা নয়। তাই এক নাগাড়ে বা বিরতিহীনভাবে কল না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা সমীচীন। এমনকি তার কলব্যাক না করা পর্যন্ত অপেক্ষা করা উচিৎ যদি বিষয়টা খুব জরুরি বা এই মুহূর্তে কল না দিলে কোনো বিপদ মানবিক বিপর্যয় বা মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা না থাকে। কিন্তু মানুষ বড্ড বেশি অধৈর্য্য অসহিষ্ণু। বিচার বিবেচনা বোধ শক্তি হিতাহিতজ্ঞান ক্রমশ লোপ পেতে বসেছে। আসুন ধৈর্য্য সহ্য করার মন মানসিকতা গড়ে তুলি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহ আমাদের জীবনের উত্তম পরিকল্পনাকারী
পরবর্তী নিবন্ধআমরা হলাম অন্ধ