আসামি সাকের উল্লাহ চট্টগ্রামে গ্রেপ্তার

মহেশখালীর আলোচিত একরাম হত্যা মামলা

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

মহেশখালীর চাঞ্চল্যকর একরাম হত্যা মামলার অন্যতম আসামি সাকের উল্লাহকে (২৫) গত শনিবার রাতে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। আটক সাকের উল্লাহ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের আব্দুল মোনাফের পুত্র। পুলিশ জানায়, গ্রেপ্তার শাকের উল্লাহ একরাম হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসা একরাম নামের এক ব্যক্তিকে খুন করে লাশ মাতারবাড়ির কোহেলিয়া নদীতে ফেলে দেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে নিহতের মামা মনির হোসেন বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধমাহতাব হোসাইন
পরবর্তী নিবন্ধক্যাপ্টেন ফয়সাল নটিক্যাল ইনস্টিটিউট চট্টগ্রামের নতুন চেয়ারম্যান