আসল সুখ

তোষাদ রায়হান | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

হয়তো আগে এবং পরে
কেউ থাকবে নাকো এই ধরায়
কেনইবা সবাই করি মোরা
রূপ, টাকা, প্রার্চুযের বড়াই?

দুনিয়াতে যা করছি আমরা
কেউ নেবে কি পাপের দায়
পরকালে পাপের বোঝা মাথায় নিয়ে
করবে সবাই হায়! হায়!

মত্ত হয়ে ভোগ বিলাসে ভুলে আছো
সাড়ে তিন হাত মাটির ঘর
সবাই মোরা চলে যাবো
ছেড়ে মোদের আপন পর

ছোট কিছুতেই সুখ খোঁজো
ত্যাগেই মিলে আসল সুখ
কোটি টাকায় সুখ খুঁজতে গেলে
দেখতে হবে দুঃখের মুখ।

পূর্ববর্তী নিবন্ধদামের উর্ধ্বগতি : সংকটে সাধারণ মানুষ
পরবর্তী নিবন্ধক্রমাবনতিশীল ট্রাফিক ব্যবস্থা : কারণ ও প্রতিকার