এই জীবনের জটিলতায় তোমাকে চাই, আমার পাশে
দুঃসময়ের অমানিশায় তোমাকে চাই ভীষণ কাছে
হঠাৎ ঝড়ের তাণ্ডবতায় তোমাকে চাই,
দুর্ভাবনার অস্থিরতায় তোমাকে চাই।
বদলে যাবার দুঃসাহসে তোমাকে চাই
নতুন করে বাঁচার জন্য তোমাকে চাই
শক্ত হাতে অভয় দিয়ে বলতে যদি,
‘নেই কোন ভয়, আমি আছি
দিনরাত্রি সকল সময়, তোমার প্রাণের কাছাকাছি’
সাহস হয়ে আমার পাশে যেই দাঁড়াবে
কাঁটার বাঁধন দু’হাত দিয়ে উপড়ে নেবে
তখন কেবল ছুটবো আমি খুব নীরবে
উথাল জোয়ার ভাসিয়ে নেবে দারুণ ভাবে
তারার মেলায় আদর করে ঘুম পাড়াতে
রাত্রি শেষে সূর্য আলোয় ঘুম ভাঙাতে
এমনি করে আমার সকল কাজের মাঝে
সকাল দুপুর বিকেল কিংবা মায়ার সাঁঝে
আমি কেবল তোমাকে চাই
আর কেউ নয়, আর কিছু নয়
সকল ফেলে আমার জন্য আমার সাথে,
বাকিটা পথ আমার পায়ে পা মেলাতে
সত্যি করে বলো শুনি, আসবে তুমি?
বিষাদ বনে একলা মনে অনেক আগে
হারিয়ে যাওয়া এই আমাকে ফিরিয়ে নিতে
ভালোবেসে সেই পৃথিবী আরেকটিবার সাজিয়ে দিতে,
আসবে তুমি?