হযরত কোরবান আলী শাহ (রহ.) নগর ও ৩৮নং ওয়ার্ড ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় হালিশহর ১নং সাইট নতুন জামে মসজিদ প্রাঙ্গণে গত সোমবার শাহাদাতে কারবালার স্মরণে যুগপূর্তি ১২তম আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী। প্রধান আলোচক ছিলেন শায়েখ সাইফুল আজম বাবর আল আযহারী, বিশেষ আলোচক ছিলেন মাওলানা হাছান রেজা আল কাদেরি ও মাওলানা বেলাল উদ্দীন নোমানীসহ স্থানীয় ওলামায়েকেরাম। হাজী মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও এস এম পারভেজ কামালের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ ইকবাল, মো. হাছান, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজীজ, কলতান সংঘের সভাপতি মো. নোমান, সাহাব উদ্দীন, আজীজ উল্ল্যাহ, আবুল কালাম প্রমুখ। সবশেষে উদযাপন কমিটির পক্ষ থেকে অতিথির ক্রেস্ট প্রদান করা হয়। এতে বক্তারা বলেন, লোক দেখানো ইসলামী রেওয়াজ পালন করার নাম ইসলাম নয়। আল্লাহ ভীতি ও তার রাসূলের (সা.) প্রেম অন্তরে ধারণ করে হারাম বর্জন এবং যা আদেশ করেছেন তা পালন করার নামই ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












