আল্টিমেটাম দিয়ে তিন দিনের জন্য কর্মবিরতি স্থগিত

চমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মে, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়ে চলমান কর্মবিরতি তিন দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তিন দিনের মধ্যে আশানুরূপ ব্যবস্থা দৃশ্যমান না হলে ফের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন (আইডিএ)। আইডিএর আহ্বায়ক ডা. ওসমান গণি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৭ এপ্রিল চমেক ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে পরদিন সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করে। ৫ম দিনের মতো গতকালও পালন করেছেন। চিকিৎসকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এ কর্মবিরতি পালন করেন।
প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে ২৭ এপ্রিল সন্ধ্যার পর থেকে চমেক ক্যাম্পাসে ও ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে দুজন চিকিৎসকসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন। সংঘর্ষে জড়িত দুই গ্রুপের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং অপর পক্ষ সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এই দুই নেতার অনুসারীদের মাঝে সামপ্রতিক সময়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের রাতের ঘটনায় বুধবার দুপুরে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসে চমেক হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনসহ আরো কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তের পরও কর্মবিরতি অব্যাহত রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। সংঘর্ষের ঘটনায় ২৯ এপ্রিল পাঁচলাইশ থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে।
এদিকে, কর্মবিরতির ৫ দিনের মাথায় গতকাল দুপুরে হাসপাতালের সভাকক্ষে এ নিয়ে দ্বিতীয় দফা বৈঠক হয়। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ, কলেজ অধ্যক্ষ, হাসপাতালের বেশ কয়টি বিভাগের প্রধান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইডিএর নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।
বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি তিন দিনের জন্য স্থগিতের কথা জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। তিনি আজাদীকে বলেন, আমরা তাদের দাবি শুনেছি। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। আশ্বাসের প্রেক্ষিতে তারা চলমান কর্মবিরতি তিন দিনের জন্য স্থগিত এবং সোমবার (আজ) থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছে।
তাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ব্যবস্থা গ্রহণের বিষয়ে হাসপাতাল পরিচালক বলেন, বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। হামলাকারী ও বহিরাগতদের গ্রেপ্তারে ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি, পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চয় দেখবেন। যেহেতু মামলা হয়েছে, উনারা (পুলিশ) নিশ্চয় পদক্ষেপ নেবেন। আর হাসপাতাল ও হোস্টেলে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ডা. মিজান (ইন্টার্ন) হোস্টেলে এরই মধ্যে আনসার নিয়োজিত করা হয়েছে।
আইডিএর আহ্বায়ক ডা. ওসমান গণি আজাদীকে বলেন, কর্তৃপক্ষকে আমরা তিন দিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে চিকিৎসকদের ওপর হামলাকারী ও বহিরাগত সন্ত্রাসীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমাদের বিরুদ্ধে যে সাজানো ও মিথ্যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। কর্র্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা সোমবার (আজ) থেকে কাজে যোগ দেব। তবে তিন দিনের মধ্যে আশানুরূপ ব্যবস্থা দৃশ্যমান না হলে ফের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাব।

পূর্ববর্তী নিবন্ধচমেকে সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলায় দুই আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধএটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র : শারুন