আলোর পাখি

নাটু বিকাশ বড়ুয়া | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫১ পূর্বাহ্ণ

ভোরের পাখি বাসা ছেড়ে
ছুটছে সুদূর গাঁয়,
হাত উঁচিয়ে নব বধূ
ডাকে পাখি আয়।

এতো উড়া উড়ো পাখি
কী আনন্দ পাও!
তুমি যদি পারো আমায়
সঙ্গে নিয়ে যাও।

বললো আবার মিষ্টি হেসে
ঘরের কাজ বাকি,
এই সময়ে দুষ্ট মনে
তোদের তাই ডাকি।

জানি তোমরা বনের পাখি
বনে মানায় ভালো,
বনের শোভা, গাঁয়ের শোভায়
ছড়িয়ে দাও আলো।

পূর্ববর্তী নিবন্ধপাগল মন
পরবর্তী নিবন্ধএইতো আমি আছি