মানবসেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চট্টগ্রামে সর্বসাধারণের জন্য আয়োজন করেছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। দিনব্যাপী এ আয়োজনে আড়াই শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটহাজারী রোডের আমিন জুট মিল, এসএআরএস স্ট্রাইক জোনে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পূর্ণ ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এতে ২৫৯ জন সেবা পেয়েছেন। যার মধ্যে ৪০ জন চোখের ছানি অপারেশন ও পাঁচজন নেত্রনালী অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনামূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রশিদ আহমদ বলেন, দেশের জন্য কিছু করার মানসিকতা থেকে আমাদের আজকের আয়োজন। গ্রামের মানুষকে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।