আর্ত মানবতার সেবায় ১১৬ বছর ধরে কাজ করেছে রোটারি

টিআরএফ সেমিনারে বক্তারা

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩৩ পূর্বাহ্ণ

রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২ টিআরএফ সেমিনারে বক্তারা বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফ এর মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন খাতে সেবা প্রদান করা হচ্ছে। বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৬ বছর ধরে অসংখ্য কাজ করেছে রোটারি।
গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবের হল রুমে রোটারিয়ান ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও এডি. লে.গভর্নর জিন্নাহ চৌধুরী ও পিপি সামিনা ইসলামের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশনালের ডিরেক্টর (২০১৯-২১) ও আরআই ডিস্ট্রিক্ট-৩২৫০ (ভারত) এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান কামাল সাংভি।
প্রথম সেশনে জেলা গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। বক্তব্য রাখেন পিডিজি লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।
প্রধান অতিথির জীবনী পাঠ করেন জেলা গভর্নর ইলেক্ট রোটারিয়ান রোহেলা খান চৌধুরী।
এ বছর জেলার লক্ষ্য নিয়ে জানান রোটারিয়ান সানিউল ইসলাম। অতিথিদের পরিচয় করিয়ে দেন পিপি মাহফুজুল হক। দ্বিতীয় সেশনে আলোচনা করেন পিডিজি লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, পিডিজি অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, পিডিজি ড. মীর আনিসুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গভর্নর ইলেক্ট রোহেলা খান চৌধুরী, জেলা গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিডিজি এম এ আউয়াল, পিডিজি এম এ আহাদ, ডিআরএফসি পিডিজি ড. মনজুরুল হক চৌধুরী, পিডিজি এ, কে এস মেম্বার সুফি মিজানুর রহমান, পিডিজি ড. মীর আনিসুজ্জামান, পিডিজি দিলনাশিন মহসিন, পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, পিপি শিরিন আনিস,ডি,পি, এল, মুনমুন আফরোজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০ মৃতদেহসহ অভিবাসন প্রত্যাশীদের জাহাজ সিসিলিতে
পরবর্তী নিবন্ধগণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবি