রিও সু জং ও অলিম্পিক সোনা জয়ী লি সিয়ুং উনের সঙ্গে পেরে ওঠেননি মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। আর্মি স্টেডিয়ামে গতকাল শুক্রবার সোনা জয়ের লড়াইয়ে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি রুবেল ও দিয়া। ফাইনালে দুজন হেরে গেছেন ৫-১ ব্যবধানে। তবে তাদের হাত ধরেই এশিয়া আর্চারি চ্যাম্পিয়নশিপসে এলো বাংলাদেশের সেরা অর্জন। ২০০৩ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এই প্রথম কোনো রূপা জিতল বাংলাদেশ। সব মিলিয়ে এবারের আসরেই এশিয়া আর্চারি চ্যাম্পিয়নশিপসে প্রথম পদক পেল বাংলাদেশ। রুবেল-দিয়া ফাইনালে মাঠে নামার আগেই অবশ্য রিকার্ভ মহিলা দলগত ও পুরুষ দলগত বিভাগ থেকে ব্রোঞ্জ পায় বাংলাদেশ।
সোনা জয়ের লক্ষ্য পূরণ না হলেও হতাশ নন কোচ মার্টিন ফ্রেডরিখ। ফাইনালে স্নায়ুর চাপের সঙ্গে মানিয়ে নিতে আর্চারদের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন এই জার্মান কোচ।
একটি রূপা ও দুটি ব্রোঞ্জ নিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস শেষ করল বাংলাদেশ। আরও ভালো প্রস্তুতি নিয়ে এশিয়ান গেমসে যাওয়ার আশাবাদ জানালেন মার্টিন। বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে সোনা জয়ের আশা ছিল রুবেল দিয়ার। কিন্তু পারেননি।। শুরুর দুই সেটে হারানো ছন্দ শেষ সেটে ফিরে পেয়েছিলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচ বেরিয়ে গেছে মুঠো থেকে। স্বপ্ন ভাঙার কারণ হিসেবে দুজনেই পরে বললেন ওই শুরুর ভুলের কথা। রূপা জয়ের তৃপ্তি থাকলেও সোনা হারানোর আক্ষেপ যে একেবারেই দিয়ার নেই, তা নয়। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান ১৭ বছর বয়সী এই আর্চার।