লেগস্পিনার বিপ্লবকে বোলিং না দেওয়ার যুক্তি মাহমুদউল্লাহর

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের পুরো ইনিংসের শেষ ওভারের আগে একবারের জন্যও বোলিংয়ে আনা হয়নি লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লেগস্পিনারকে আক্রমণে আনে যেকোনো দল। গতকাল পাকিস্তানের বিপক্ষেও সেই সুযোগ ছিল বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর সামনে। প্রথম ছয় ওভারে মাত্র ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখানে সহজেই লেগস্পিনার আমিনুল বিপ্লবকে আক্রমণে আনতে পারতেন মাহমুদউল্লাহ। অথচ ইনিংসের শেষ ওভারের আগে তার কথা যেন ভুলেই গিয়েছিলেন টাইগার অধিনায়ক। পাকিস্তানের ম্যাচ জিততে যখন ছয় বলে প্রয়োজন দুই রান, তখন দেওয়া হয় আমিনুলকে। প্রথম বল ডট দিলেও, দ্বিতীয় বলে ছক্কা হজম করেন তিনি, শেষ হয়ে যায় ম্যাচ। বাংলাদেশ একাদশের পঞ্চম বোলার ছিলেন আমিনুল। অথচ তাকে ব্যবহার না করে অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেও করেন তিনটি। আমিনুলকে কেন ব্যবহারই করা হলো না? ম্যাচ শেষে প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ দিয়েছেন যুক্তি। অল্পেই চার উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস সামাল দিয়েছিলেন দুই বাঁহাতি ফাখর জামান ও খুশদিল শাহ। এ দুজনের কারণে আমিনুলকে আনা হয়নি বলে জানিয়েছেন অধিনায়ক, ‘(আমিনুলকে নিয়ে) পরিকল্পনা ছিল বোলিং করানোর। কিন্তু উইকেটে তখন দুইজন বাঁহাতি ব্যাটার থাকায় আমাকে বোলিং করতে হয়।’

পূর্ববর্তী নিবন্ধবারকোড-রিটজি বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন
পরবর্তী নিবন্ধআর্চারির ফাইনালে রুবেল-দিয়ার হার