আমিরভাণ্ডার ১২ দিনব্যাপী মিলাদ মাহফিল আজ শুরু

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

আজ ২৪ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া আমিরভাণ্ডার শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ঈদে মিলাদুন্নবীর (.) ১৫০০ বছর উদযাপন উপলক্ষে ২৩তম বার দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী ও খতমে সালাওয়াতে রাসুল (সা.) মাহফিল দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। এতে আলে রাসুল (.), আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী ও সুদূর ভারতের কচওয়াছা দরবার শরীফের সাজ্জাদানশীন এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী, সমাজসেবক, সাংবাদিক, লেখকগবেষক বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দরবার ও খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর আওলাদেপাকগণ উপস্থিত থাকবেন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে সবান্ধবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ ব্যাংকের সাবেক এমডি এম শাহজাহানের ইন্তেকালে প্রধান উপদেষ্টার শোক
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় কাল থেকে ১২ দিনব্যাপী মিলাদুননবী (দ.) মাহফিল শুরু