পটিয়া আমির ভাণ্ডার দরবারে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী ও খতমে সালাওয়াতে রাসুল মাহফিলে পবিত্র কাবা শরীফের গিলাফ ও মদিনা শরীফের খাক-এ শেফা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিলাফ শরীফের অংশ বিশেষ ও গাউছে পাকের গিলাফের অংশ বিশেষ আশেকানদের মাঝে প্রদর্শন করা হয়।
এতে মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী (মা.), শাহসুফি সৈয়দ নুরুল হুদা আমিরী, মাওলানা সৈয়দ আছরার আমিরী, মাওলানা সৈয়দ ছরওয়ার কামেল আমিরী, মল্ল বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস আল কাদেরী, পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ও আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানার ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।