বকেয়া পাওনা পরিশোধসহ আমিন জুট মিল কর্র্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে আমিন জুট মিল সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ১৫০ জন স্থায়ী শ্রমিকের পাওনা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি জরুরি ভিত্তিতে পরিশোধ করা, সরকারি মালিকানায় ওয়াদামতো মিল চালু করা, বদলি শ্রমিকদের পাওনা পরিশোধ করা, এনআইডি কার্ড প্রথা বাতিল করে জন্মনিবন্ধন দিয়ে পাওনা পরিশোধ করা এবং ভূমিদস্যুদের ছোবল থেকে মিলের সম্পদ ও জায়গা রক্ষা করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিন জুট সিবিএ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ খালেক। উপস্থিত ছিলেন মো. মোস্তফা, চান মিয়া, শামসুল আলম, আবদুল মোতালেব, ফারুক তানসেন ও বেলাল হোসেন।