আশির দশকে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘দূর দেশ’ সিনেমায় ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া দুই গানে ‘লিপ সিং’ করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ববিতা। তার গানে ‘লিপ সিং’ করে গর্ববোধ করি। সকাল থেকে ওই গানটিই বারবার শুনছি। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন ভারতের ভারতের অমৃশ সাঙ্গাল ও বাংলাদেশের এহতেশাম। খবর বিডিনিউজের। সিনেমাটি পরে বাংলায় ডাব করে বাংলাদেশে মুক্তি দিয়েছিল মধুমিতা টকিজ। সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে কানাডায়, সেখানেও সিনেমাটি মুক্তি পেয়েছিল। ববিতার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের অভিনেতা নাদিম, ববিতার বাবার চরিত্রে শশী কাপুর ও মায়ের চরিত্রে শর্মিলা ঠাকুর ছিলেন। বাংলায় ডাবিংয়ের সময় উষা খান্নার সংগীতায়োজনে লতার গাওয়া ‘দুশমনি না করো অ্যায়ে সামান’ গানের বাংলা সংস্করণ ‘দুশমনি করো না প্রিয়তম’ গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন, সে গানটিও বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বাংলা গানের সংগীতায়োজন করেছিলেন গোলাম হোসেন। সিনেমার দৃশ্যধারণ কানাডায় হওয়ায় সেবার লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাৎ হয়নি ববিতার, তার সঙ্গে দেখা হয়েছিল আরও পরে, লন্ডনে।