ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে কেউ ভাল কাজ করলে তাতে আমার আপত্তি নাই, কিন্তু কেউ অন্যায় করলে তার দায়ভার আমি নেব না। আমি সবসময় সুন্দর সুন্দর কথা বলব আর দলের নেতাকর্মীরা অন্যায় কাজ করবে সেটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনারা কে কী করেন গোপনে সব খবর আমি রাখি। আপনাদের আশপাশে আমার নির্দিষ্ট কিছু মানুষ আছে।
যারা আমাকে সব খবর দেয়। গতকাল শুক্রবার চাতরী ইউনিয়নের মহতর পাড়া পেশকার হাট বায়তুল আমান জামে মসজিদে জুমার নামায আদায়ের আগে বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়ন ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আনোয়ারায়ও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। বঙ্গবন্ধু টানেল এখন আর স্বপ্ন নয় বাস্তবে রূপ নিচ্ছে। এটি শুধু আনোয়ারা নয় দক্ষিণ চট্টগ্রাম তথা সারাদেশের সম্পদ।
আনোয়ারা আর কয়েক বছর পর দুবাই শহরের মত হয়ে যাবে। সারাদেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিরোধী গুজব ছড়াতে। তবে সাধারণ জনগণ তাদের এসব মিথ্যা গুজব বিশ্বাস করেনা। আমি বিরোধীদের উদ্দেশ্যে বলব, এসব গুজব–টুজব ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নিন। কারণ, এদেশের জনগণ আপনাদের সহিংস আন্দোলন আর দেখতে চায় না। জনগণ দেশকে আর পেছনের দিকে নিতে দেবে না। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী চৌধুরী, চাতরি ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু প্রমুখ।