আমার ঘরে বৃষ্টি পড়ে

শাহনাজ সুলতানা | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আমার ঘরের ফুটো চাল দিয়ে বৃষ্টি পড়ে,

রাতজাগা ঘুমে জলে ভরে থাকে পাত্র

আকাশ যেন কথা নীরব মেঘমালায়,

ভাঙা চালে বাজে আমার ব্যথার মালা।

ছেঁড়া কাথা দিয়ে ঢাকি স্বপ্নগুলো

বালিশে কান পেতে শুনি টিপ টিপ শব্দ

দরিদ্র জীবনজলজ কাব্যগুলো

বৃষ্টির ছন্দে জেগে ওঠে রক্ত।

ভিজে চালের নিচে হিসাব করি

এই রাত পোহায়ে আলোকিত হবে জীবন।

পূর্ববর্তী নিবন্ধঅদেখা স্বপ্নচারিনী
পরবর্তী নিবন্ধদীর্ঘশ্বাসের খরতা