সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হারামিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ মুরাদ হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম উল্যা, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর শাকিল উদ্দিন খোকনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, যেভাবে কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল হয়েছে, যেভাবে মেট্রোরেল হয়েছে, যেভাবে পদ্মাসেতু হয়েছে আমরাও স্বপ্ন দেখি একদিন সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু হবে, আমরা সন্দ্বীপবাসী স্বপ্ন দেখি গুপ্তছড়া সড়ক ডাবল লেইন হবে। আর সেজন্য আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় তিনি উপস্থিত জনতাকে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার জন্য প্রতিজ্ঞা করান। নিজ নির্বাচনী এলাকা সন্দ্বীপের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, সাগরের তলদেশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ, সন্দ্বীপের চারদিকে ব্লক বেড়িবাঁধ আমরা কল্পনাও করতে পারিনি। কিন্তু শেখ হাসিনা সরকারের কারণে আজ এসব বাস্তব দৃশ্যমান।
এমপি মিতা এসময় আরো বলেন আগামী নির্বাচনে যিনিই সন্দ্বীপ থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকার মাঝি হবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা বিজয়ী করতে কাজ করবো।