বিজয় এসেছে,স্বাধীনতা এসেছে
সবুজ হয়েছে রক্তিম সুখ,
সর্বত্র স্বাধীনতা, বিজয়ের গন্ধ পেয়ে
রইলো না পরাভব দুখ।
আমাদের বিজয় বলে আজো
খবর পাড়ে রজনীর মা,
সন্তানহারা মায়ের স্বপ্ন সিঁড়ি
পথের দিশা কভু পায় না।
বিজয় হয়েছে চেতনার; বুকের পাঁজরের
বিজয়ের মানসাংক রূপে,
দেশপ্রেমহীন স্লোগানে সোচ্চার হয়ে
ঠিকবে কি বিজয় ধূপে?
বিজয় চেতনা হৃদয় জাগ্রত করে
দেশপ্রেম প্রেরণায় উদ্বুদ্ধ,
আসুক সুদিন সত্যিই বিজয় সুখের
মানচিত্র করুক হৃদ প্রলুব্ধ।