ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বদেশী আন্দোলনের কর্মীরা আত্মত্যাগ ও শহীদ হয়েও লক্ষ্যে পৌঁঁছাতে পারেনি। পাক সরকারের আমলে ২৩ বছর তাহারা প্রকাশ্যে কোন রাজনীতি করতে পারেনি। দুঃখের বিষয় বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান জীবিত দশা থাকাবস্থায় বিভিন্ন সভায় বক্তব্য রেখে বলেছিলেন এই মুনাফা খোর, কালোবাজারী, দুর্নীতিবাজ মনে রাখিস এদেশের মেহনতি মানুষের রক্তে অর্জিত এই স্বাধীনতা। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এর অর্থের বিনিময়ে তোদের বেতন, তোরা এদেরকে সম্মান করিস। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সোনার বাংলা স্বনির্ভর হচ্ছে না। বর্তমান প্রশাসনে শান্তি প্রিয় দেশ প্রেমিক মুক্তিযোদ্ধারাও এত সুযোগ সুবিধার মধ্যে সত্যিকার মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পায় না বললেই চলে। তাই আমলাতান্ত্রিক জটিলতা থেকে দেশবাসীকে বাঁচনোর জন্য মহল্লা ভিত্তিক সালিশী বোর্ড গঠন করার জোর দাবি জানাচ্ছি।
এম. এ সালাম, মানবাধিকার সমাজ কর্মী
পাহাড়তলী, চট্টগ্রাম।