১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর আবদুল করিম সড়ক এলাকাটি বহুবিধ সমস্যায় জর্জরিত। রাস্তা সংস্কার করা হলেও নিম্নমানের কাজ হওয়ায় স্থানে স্থানে ছোট, বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি অনতিবিলম্বে সংস্কার করা প্রয়োজন। নালাগুলো প্রয়োজনের তুলনায় খুব ছোট। আলী স্টোর বিল্ডিং হতে তক্তার পুল পর্যন্ত নালার পানি সুষ্ঠুভাবে প্রবাহিত হতে না পারায় রাস্তায় পানি জমে যায় এবং সে পানি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। বিদ্যুৎ বিভ্রাট নিতা নৈমিত্তিক ঘটনা। বিদ্যুৎ এই যায় এই আসে। তক্তার পুল ব্রীজটি কয়েক বৎসর যাবৎ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ব্রীজটি মাত্র ৪০% কাজ হয়েছে। ব্রীজটির অভাবে মানুষ বিকল্প পথে কষ্ঠ স্বীকার চলাচল করতে হচ্ছে। ওয়াসার পানির অভাবে এলাকার লোকজনকে নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে। ময়দার মিল পর্যন্ত ওয়াসার পাইপ বসানো হলেও এই এলাকায় ওয়াসার লাইন বসানো হয়নি। ওয়াসার পাইপ বসিয়ে পানি সরবরাহ করে এলাকার জন্য সাধারণের দুর্ভোগ লাঘব করা হোক। আবদুল করিম রোডে কোন ডাস্টবিন নেই। এলাকার লোকজন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছে। ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে কয়েকটি ডাস্টবিন স্থাপন করা প্রয়োজন। এই ব্যপারে উপরোক্ত সমস্যা গুলো আশু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মনজুর মিয়া
তক্তার পুল আবদুল করিম রোড
মিয়াখাঁন নগর, চট্টগ্রাম।