আমার যদি জন্মাই তাহলে
তোমার ঘরের সিলিং হয়ে জন্মাবো,
নিষ্পলক চোখে তোমার
ঘুম জড়ানো মায়া মুখ দেখবো!
আবার যদি জন্মাই
তবে তোমার দক্ষিণ বারান্দা হয়ে জন্মাবো,
গ্রীষ্মের ক্লান্তি দুপুরে
দক্ষিণা বাতাস হয়ে তোমাকে ছুয়ে থাকবো!
আবার যদি হয় গো সুযোগ তবে আমি
তোমার উঠোনের দূর্বা ঘাস হয়ে জন্মাবো,
ঘর থেকে মাটিতে পা পড়তেই অফুরন্ত চুমু
তোমার নিপুণ পদতলে এঁকে দিবো!
আবারও ফের যদি জন্মায় তবে
তোমার প্রিয় কলম হয়ে জন্মাবো,
হৃদয় স্পন্দনের আওয়াজগুলিতে
বুকের উপর লেপ্টে পরে রইবো।
আবার যদি জন্মায় তাহলে
তোমাকে জয় করবো,
কারণ তোমাকে জয় মানেই যে
আমার বিশ্বজয়ের সুখ।