চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আবারো ঝুলে গেছে। আগামী ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের এবং ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন যথাসময়ে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু অনিশ্চিত হয়ে গেছে ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন।
ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করার জন্য নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এই কারণে আগামী ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না বলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত পলোগ্রাউন্ডের জনসভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করার জন্য নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওয়ার্ড ও থানা সম্মেলনের পরে এ সম্মেলন হবে।
তবে আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের আগে এই সম্মেলন হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। এর আগেও মহানগর আওয়ামী লীগের সম্মেলন একাধিকবার পিছিয়ে গেছে। গত ২৬ অক্টোবর সার্কিট হাউসে চট্টগ্রামের ১৫ থানার সাংগঠনিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর জনসভার কারণে তা পিছিয়ে যায়। এর আগে ১ অক্টোবর ছিল মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ। সেটাও নিরবে চলে গেছে।
পরবর্তীতে গত ৯ নভেম্বর মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথ প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১২ ডিসেম্বর দক্ষিণ জেলার এবং ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এবার সেটিও পিছিয়ে গেল।