আপত্তিকর মন্তব্যে সতর্ক করবে ইউটিউব

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

শ্রদ্ধাশীল আলোচনায় অনুপ্রেরণা যোগাতে নতুন ফিচার উন্মুক্ত করছে ইউটিউব। এই ফিচারের মাধ্যমে আপত্তিকর মন্তব্য পোস্টের সময় গ্রাহককে পুনঃবিবেচনার সুযোগ দেবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। আপত্তিকর মন্তব্য পোস্ট করার আগে মন্তব্যকারীকে জিজ্ঞাসা করা হবে ‘মন্তব্যটি এভাবেই পোস্ট করতে চান, নাকি কিছুটা বদলানোর জন্য সময় নেবেন’। খবর বিডিনিউজের।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ইউটিউবের এআই-ভিত্তিক ব্যবস্থা কোনো মন্তব্যকে আপত্তিকর হিসেবে শনাক্ত করতে পারলেই সেটিতে ওই নোটিফিকেশন পাঠানো হবে। ইউটিউবের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোয়ানা রাইট জানিয়েছেন, কনটেন্ট নির্মাতাদেরকে আরও ভালোভাবে মন্তব্য ব্যবস্থাপনা এবং দর্শকের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে সহায়তা করতে ইউটিউব স্টুডিওতে নতুন ফিল্টারটি পরীক্ষা করবে প্রতিষ্ঠান। অনুপযুক্ত এবং বেদনাদায়ক মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনার জন্য জমিয়ে রাখা হবে ওই ফিল্টারের মাধ্যমে।
এক ব্লগ পোস্টে রাইট বলেছেন, ‘এতে করে কনটেন্ট নির্মাতারা যদি না চান, তাহলে কখনোই মন্তব্যগুলো পড়তে হবে না। নির্মাতাদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ করতে আমরা মন্তব্য যাচাইয়ের টুলও উন্নত করছি।’ ইউটিউব জানিয়েছে, ২০১৯ সালের শুরু থেকে প্রতিদিন বিদ্বেষমূলক মন্তব্য সরানো বেড়েছে ৪৬ গুণ।

পূর্ববর্তী নিবন্ধডেস্কটপ অ্যাপ্লিকেশনে যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ
পরবর্তী নিবন্ধআখ মাড়াই বন্ধ থাকছে রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকলে