আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন হবে ১০৪টি গবেষণাপত্র

তৃতীয় বৈজ্ঞানিক সম্মেলন কাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ভবিষ্যৎ প্রজন্মের গবেষণাএই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানী ও দেশি চিকিৎসা গবেষকরা ১০৪টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করবেন।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। সম্মেলনে ‘ভবিষ্যতে প্রজন্মের গবেষককে শক্তিশালীকরণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিকেল বিজ্ঞানী অধ্যাপক ডা. এমএ ফয়েজ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আবদুচ ছালাম। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান বলেন, সম্মেলনে উপস্থাপন করা ১০৪টি গবেষণাপত্রের মধ্যে ৮১টি অরিজিনাল রিসার্চ পেপার। এর মধ্যে ৩১টি গবেষণাপত্র গত দুই বছরে আয়োজক তিন প্রতিষ্ঠানের গবেষণা সেলের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. আমির হোসেন বলেন, দেশবিদেশের ২৩ জন প্রথিতযশা চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, নার্সিং কলেজের অধ্যক্ষ রুবি দত্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ সম্মিলিত পরিষদের প্রার্থীদের প্রচার-প্রচারণা
পরবর্তী নিবন্ধএকুশের আয়োজন