টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিন বছর আগে। ওয়ানডেও খেলা হয়নি গত দুই বছর। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা মোহাম্মদ হাফিজ এবার সবকিছুর ইতি টেনে দিলেন। অবসর নিয়ে নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দেশের হয়ে আর মাঠে না নামার সিদ্ধান্তের কথা সোমবার সংবাদ সম্মেলনে জানান হাফিজ। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন ৪১ বছর বয়সী এই অলরাউন্ডার। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন হাফিজ। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালটি হয়ে রইল পাকিস্তানের জার্সিতে হাফিজের শেষ ম্যাচ। ৫৫ টেস্ট খেলা হাফিজ লাল বলের সংস্করণ থেকে অবসর নেন ২০১৮ সালের ডিসেম্বরে। ২১৮ ওয়ানডের সবশেষটি খেলেন তিনি লর্ডসে বাংলাদেশের বিপক্ষে, ২০১৯ বিশ্বকাপে। এরপর আর এই সংস্করণে তাকে বিবেচনায় রাখেনি নির্বাচকরা। ১১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হাফিজের তিন সংস্করণ মিলিয়ে রান ১২ হাজার ৭৮০।