বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী একরামুল হক স্মরণে দারুল ফজল মার্কেটস্থ ইউনিয়ন কার্যালয়ে এক স্মরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের উপদেষ্টা সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী।
স্মরণ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন নেতা শহীদুল্লাহ, ইব্রাহিম খলিল, মো. মুসলিম (ইসলাম), আবু তাহের, ইকবাল হোসেন চৌধুরী, ছাইদুল হক মাষ্টার, আবুল কাসেম, নূরুল আলম, সিরাজ মিয়া, মোঃ আব্দুল খালেক, মোবারক উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।