আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরুকে (৪৯) পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গত বছর আওয়ামী লীগ সরকারের পতন হলে ইয়াছিন হিরু আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত শনিবার রাতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন হিরুকে গ্রেপ্তার করা করে। তার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।