আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকা থেকে ৫১ হাজার ছয়শত ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে মো. জাফর (৬৫) ও মৃত সালেহ আহম্মদের ছেলে মো. আব্দুল করিম (৩৩)। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতরা মায়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশে বিভিন্ন অঞ্চলে পাচার করার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা জানায়, বিভিন্ন ব্যবসার আড়ালে একটি সিন্ডিকেট এসব চালান সাগর পথে মায়ানমার থেকে আনোয়ারাসহ বিভিন্ন জেলায় আনা-নেয়া করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত ২ মাদক করাবারিকে শনিবার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।