আনোয়ারায় গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টায় উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি এলাকা থেকে পাচারের সময় ৬শত লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি অটোরিঙা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- স্থানীয় মৃত নুরুল হকের পুত্র বেলাল হোসেন (৪০), গুন্দীপ পাড়া গ্রামের হাসমত আলীর পুত্র লিটন (২৮) ও একই গ্রামের মৃত আবদুল মোতালেবের পুত্র নজির আহমেদ (৫০)। এ ব্যাপারে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি এই মদের চালানটি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাপাতলী গ্রামের মৃত পেচু মিয়ার পুত্র জানে আলম (৩৫) পালিয়ে যায়। এসময় মদ বহকারী ৩ টি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশ অভিযান চালিয়ে ৬শত লিটার মদসহ ৩ সিএনজি অটোরিঙা চালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।