পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী তালিকায় বৈরাগ, চাতরী, বরুমচড়া ও হাইলধর এই চার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা বাদ পড়েছেন। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন ১নং বৈরাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. সোলায়মান, ৮নং চাতরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইয়াছিন হিরু, ৫নং বরুমচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, ১০ নং হাইলধর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দীন। এর মধ্যে হাইলধর ইউনিয়নে প্রার্থী বদলের বিষয়টি আগে থেকে অনুমান করা গেলেও বাকীগুলোতে নতুন প্রার্থীর মনোনয়ন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এছাড়া বাকী ছয় ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানরা। বারশতে এম এ কাইয়ুম শাহ, রায়পুরে জানে আলম, বটতলীতে অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, বারখাইনে হাসনাইন জলিল চৌধুরী শাকিল, সদর ইউনিয়নে অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ নৌকার মনোনয়ন পেয়েছেন।