আনোয়ারায় দুই বেকারীকে লাখ টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে অনুমোদনবিহীন দুই বেকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বৈরাগ ও কালাবিবি দীঘির মোড় এলাকায় দুইটি বেকারীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, অভিযান পরিচালনা করে কালাবিবি দীঘি মোড়ের নিউ ঢাকা বেকারী ও বৈরাগ ইউনিয়নের আর. রহমান নামক দুইটি বেকারীকে খাবারের মান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ও বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫০হাজার টাকা করে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযান পরিচালনার সময় থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএসটিআই কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস