আনোয়ারায় সড়কে দুর্ঘটনা রোধ ও যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার দুপুরে আনোয়ারা–বরকল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং ও গাড়ির লাইসেন্স না থাকাসহ আইন অমান্য করে গাড়ি চালানোর দায়ে ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা ও ৬টি গাড়ি জব্দ করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক ও থানা পুলিশ সহায়তা করে।
অভিযান সূত্রে জানা গেছে, সড়কে অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল আনোয়ারা বরকল সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস–ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করে ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, বৈধ কাগজপত্র যাচাই–বাছাই করে ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা ও ৬টি গাড়ি জব্দ করে থানার জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালে ৬টি গাড়ি জব্দ করা হয়েছে, গাড়িগুলো থানা হেফাজতে আছে।