এইচএসসি পরীক্ষার্থী ফাইজা আলিফ সরওয়ার আজাদীকে বলেন, দীর্ঘদিন পর আজ রোববার কলেজের শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘ সময় পর প্রিয় বন্ধুদের সাথে দেখা হবে। তাদের সাথে সময় কাটানো হবে। আড্ডায় মেতে ওঠা যাবে। এটা ভেবেই অনেক আনন্দ লাগছে। আমাদের কলরবে কলেজের আঙিনা আবারো মুখর হয়ে উঠবে। নিস্তব্ধ দেয়ালগুলোও যেন অনেকদিন পর প্রাণ ফিরে পাবে। কতদিন একসাথে ক্লাস করা হয় না!
অনেক দিন পর সহপাঠীদের সাথে বসে ক্লাস করব। প্রিয় শিক্ষকদের কথা শুনতে পাব। আগের মতো প্রিয় শিক্ষকের কথা শুনতে শুনতে নিমিষেই সময় কেটে যাবে। তবে সামনে পরীক্ষা। আনন্দের পাশাপাশি এখন থেকে পরীক্ষা নিয়ে ভীতিও কাজ করছে।












