নতুন করে স্কুলে যাওয়ার মতোই মনে হচ্ছে ———অপূর্ব দীপ্ত ভৌমিক

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৬ পূর্বাহ্ণ

নবম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব দীপ্ত ভৌমিক। তিনি আজাদীকে বলেন, অনেক দিন পর স্কুল খুলছে। দেড় বছর পর স্কুলে যাওয়ার অভিজ্ঞতাটা অনেকটা নতুন করে স্কুলে যাওয়ার মতোই। তাছাড়া করোনার নতুন পরিবেশ পরিস্থিতির মাঝে প্রথমবারের মতো স্কুলে যাওয়া। সব মিলিয়ে অনেকটা অন্যরকম লাগছে।
স্কুল বন্ধকালীন ঘরে বসে থেকে বিরক্তিকর সময় কাটছিল। বন্ধুদের সাথে দেখা হয়নি অনেক দিন। স্যারদের সাথেও অনেক দিন কথা হয়নি। সবাইকে মিস করেছি। এখন আবার স্কুল চালু হচ্ছে। সবার সাথে দেখা হবে, কথা হবে। আশা করি, আমরা আগের মতো প্রাণোচ্ছল হয়ে উঠতে পারব।

পূর্ববর্তী নিবন্ধস্যার ও বন্ধুদের সবাইকে মিস করেছি——-হামীম মাহমুদ
পরবর্তী নিবন্ধআনন্দের পাশাপাশি পরীক্ষা ভীতিও কাজ করছে——-ফাইজা আলিফ সরওয়ার