চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ শুটিং ক্লাবের সম্মেলন কক্ষে গতকাল সোমবার আনজুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার ও আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি হাসিব আজিজ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আনজুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম আরও গতিশীল হবে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক সেবামূলক কর্মসূচির পাশাপাশি সংস্থার বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের বিল প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, সভায় বিভিন্ন সাব–কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।