আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ৭ দিনব্যাপী আধুনিক পদ্ধতিতে হাঁসমুরগী পালন বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত ২৩ অক্টোবর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে থানা সদর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা শরমিন আকতার, উত্তরজেলা আ.লীগের সদস্য মো. আকতার হোসেন খাঁন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সৈয়দ মো. ফাহিম, নাজমুল আমিন তারেক প্রমুখ। ৭ দিনব্যাপী হাঁসমুরগী পালন বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি
পরবর্তী নিবন্ধসারি সারি বৃক্ষ, পর্যটনে সম্ভাবনাময়