আদালতে ২ সাক্ষীর জবানবন্দি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ মে, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগরীর চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ২ সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁরা এ জবানবন্দি দেন। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন শাখার পাঁচলাইশ থানার জিআরও মো. শাহিন। তবে ২ সাক্ষীর নাম পরিচয় জানাতে পারেন নি তিনি। মো. শাহিন বলেন, মামলার তদন্তকারী সংস্থা পিবিআই ২ সাক্ষীকে আদালতে হাজির করলে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করেন।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন ও.আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি অফিস ও ব্যাংক আজ খোলা
পরবর্তী নিবন্ধপুলিশ হেফাজতে বাবুল আক্তার, জিজ্ঞাসাবাদ