ইসরায়েলের নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে আবারও আদালতে উপস্থিত হতে হলো। আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের শুনানি আবারও শুরু হয়েছে। সেখানে তিনি তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ জানিয়েছেন। নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে দুর্নীতির দায় মাথায় নিয়ে সোমবার দেশটির একটি আদালতে উপস্থিত হন নেতানিয়াহু। করোনা মহামারির কারণে বেশ কয়েকবার এই শুনানি পিছিয়ে দেয়া হয়েছে। নেতানিয়াহুই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।