চীনের সাথে ‘চূড়ান্ত প্রতিযোগিতা’ প্রত্যাশা করছেন বাইডেন

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত প্রতিপক্ষ চীনের সাথে সংঘাতের পরিবর্তে ‘চূড়ান্ত প্রতিযোগিতায়’ অবতীর্ণ হওয়ার প্রত্যাশা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রচারকেন্দ্র সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারের একাংশে বাইডেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর সাথে তাঁর কোনো কথা হয়নি। রোববার এই সাক্ষাৎকার প্রচারিত হয়। বাইডেন তাঁকে ‘অত্যন্ত কঠোর’ বলে মন্তব্য করেন। তার সরকার ট্রাম্পের পথ অনুসরণ না করে আন্তর্জাতিক বিধিসমূহের প্রতি গুরুত্বারোপ করবে বলেও মত ব্যক্ত করেন বাইডেন। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় টেস্টেও থাকছেন না সাকিব
পরবর্তী নিবন্ধআদালতে নেতানিয়াহু