নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে স্বশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি অর্থ ঋণ মামলায় ২০২২ সালের ১৭ মে বাকলিয়া থানার ওসিকে সম্পত্তির রিসিভার নিয়োগ করা হয় এবং প্রতি মাসে প্রতিমাসের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ২টি ধার্য তারিখে ওসি প্রতিবেদন দাখিল করেননি। যা আদালত অবমাননার শামিল। এ জন্য কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না– তা স্বশরীরে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ৯ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।