আদালতের এজলাস কক্ষ থেকে দেড় কোটি টাকা মূল্যের নথি চুরির ঘটনায় করা একটি মামলায় মো. ইদ্রিস আলী (৫৬) নামের একজন আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
সূত্র জানায়, নথি চুরির ঘটনায় করা মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন ইদ্রিস। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তিনি আত্মসমর্পণ করেন। পরে খবর পেয়ে তার রিমান্ড চেয়ে আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আগামী রোববার এ বিষয়ে শুনানি হবে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের এনআই অ্যাক্টের একটি মামলার নথি চুরির ঘটনায় গত বছরের ১৩ অক্টোবর তিনজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলাটি করেন মহানগর দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ ইসমাইল। আসামিরা হলেন- মোহাম্মদ ইদ্রিস আলী (৫৬), এনামুল ইসলাম মিলন (৪২) এবং জিকু দাশ (৩০)। মামলার এজাহারে নাজির উল্লেখ করেন, ২০১৯ সালের ৮ জুলাই সকাল ৯টা থেকে দুপর সাড়ে ১১টার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা চেকের এনআই অ্যাক্টের মামলার নথি চুরির ঘটনাটি ঘটে। মামলার এক নম্বর আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় অন্য আসামিরা এ ঘটনা ঘটিয়েছে। যা মামলার বাদী সাবিত্রী বনিক আদালত বরাবর করা তার একটি অভিযোগে উল্লেখ করেন।
দুই বছর পর কেন এ মামলা করা হয়েছে, সে বিষয়ও এজহারে উল্লেখ করা হয়। বলা হয়- মামলার নথি তালাশসহ বেশকিছু বিষয় যাচাই-বাছাই করতে বিলম্ব হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ইতিমধ্যে উক্ত আদালতের বেঞ্চ সহকারী এস এম মাসুদ হাসানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এছাড়া অফিস সহায়ক তপন কান্তি দে’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।