দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে যায়গা করে নিয়েছেন তিনি। মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাড়াতে কোনো সংকোচ করেননা তিনি। অথচ এক সময়ে নিজেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন পল্লবী। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। ইন্ডিয়া গ্লিটজ-এ দেয়া সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, মুখে ব্রণ থাকার কারণে নিজেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। তবে ‘প্রেমাম’ মুক্তির পর বুঝতে পেরেছেন আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য। তার মতে, মানুষ যেহেতু তাকে গ্রহণ করেছে, সবার ক্ষেত্রেই একই বিষয় প্রযোজ্য।
সাই পল্লবীর হাতে বর্তমানে দুটি সিনেমা আছে। নাগা চৈতন্যের বিপরীতে ‘লাভ স্টোরি’ ছবিতে দেখা যাবে তাকে। ১৬ এপ্রিল মুক্তি পাবে ‘লাভ স্টোরি’। আরেকটি ছবি হলো ‘ভিরাটা পারভাম’। এই ছবিতে রানা ডাজ্ঞুবতির বিপরীতে দেখা যাবে তাকে।.৩০ এপ্রিল মুক্তি পাবে ‘ভিরাটা পারভাম’।