আতুরার ডিপো থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

নগরীর আতুরার ডিপো এলাকা থেকে বায়েজিদ থানা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজহারভুক্ত আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসোনা-রুপার দামে টানা রেকর্ড, স্বর্ণের ভরি ২,০৯১০০ টাকা
পরবর্তী নিবন্ধপিআর উপযোগী কিনা প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আসুন